Skip to main content

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

corona virus news
পবিত্র ঈদের দিন আজ সোমবার (২৫ মে) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি (৩৪)।

করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি (৩৪) মারা গেছেন।

পবিত্র ঈদের দিন, আজ সোমবার (২৫ মে) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডা. রুমি প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে দুইবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

Comments

Popular posts from this blog

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত নিজস্ব প্রতিবেদক, বরিশাল ২৫ মে ২০২০, ১২:৫৬ আপডেট: ২৫ মে ২০২০, ১২:৫৮   বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত ছয় দিনেই শনাক্ত হয়েছে ১২১ জনের, যা মোট শনাক্তের ৩৫ দশমিক ৭৯ ভাগ। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সসহ ১৫ জন রয়েছেন। এ ছাড়া পিরোজপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন, বরগুনায় পাঁচজন ও পটুয়াখালী জেলায় একজন আক্রান্ত হয়েছেন। প্রথম আলো বাংলাদেশ Sepnil বাংলাদেশ বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত নিজস্ব প্রতিবেদক, বরিশাল ২৫ মে ২০২০, ১২:৫৬ আপডেট: ২৫ মে ২০২০, ১২:৫৮   বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত বিভ
Cyclone Amphan আম্পানে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা সাতক্ষীরা। সড়কে অসংখ্য গাছ উপড়ে পড়ে উপজেলা সদরসহ ইউনিয়নগুলোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। মানুষের ঘরবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আম্পানের তাণ্ডবে রাস্তার ওপর পড়ে থাকা গাছ। ঘূর্ণিঝড় আম্পানে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা সাতক্ষীরা। সড়কে অসংখ্য গাছ উপড়ে পড়ে উপজেলা সদরসহ ইউনিয়নগুলোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ছিড়ে গেছে বিদ্যুতের লাইন। মানুষের ঘরবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার তালা সদর থেকে সাতক্ষীরা জেলা সদরের যোগাযোগের বাইপাস সড়ক পাটকেলঘাটা-তালা সড়ক। ১৩ কিলোমিটার এই সড়কে শতাধিক গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের আবুল কালাম আজাদ জানান, সড়কের মধ্যে শত শত বড় বড় গাছ পড়ে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ২-৩ দিন সময় পার হয়ে যাবে সড়ক থেকে এসব গাছগুলো সরিয়ে নিতে। Cyclone Amphan তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সড়কের গাছগুলো সরিয়ে নিতে আমরা রাত থেকেই কাজ শুরু করেছি। ইসলামকাটি সড়কটিত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ পথচারী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হন। আজ সোমবার সকাল আটটার দিকে সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনীম সারওয়ার। নিহত দুই পথচারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন ফজলু মিয়া (৫০) ও আলাল উদ্দীন (৬৫)। তাঁরা দুজনই ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনীম সারওয়ার এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আজ সকালে সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ফজলু মিয়া ও আলাল উদ্দীন ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।